ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী মোশারফ গ্রেপ্তারের পর রিমান্ডে

Slider বাংলার আদালত


ঢাকা: ঢাকা-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন খোকনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে লালবাগ থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার মোশারফকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত মোশারফকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস কুমার পাল বলেন, লালবাগ থানায় গত সেপ্টেম্বর মাসে করা নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন মোশারফ হোসেন খোকন। আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত সূত্র বলছে, মামলায় মোশারফ হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অবশ্য গতকাল বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ঢাকা-৭ আসনে বিএনপির মনোনীতপ্রার্থী ছিলেন মোশারফ হোসেন খোকন। তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। রিজভী জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি সাবেক কমিশনার মোশারফ বুধবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন।

বিএনপি নেতা মোশারফ হোসেনের ঘনিষ্ঠজন হায়দার আলী বলেন, ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে শাহবাগে আসার পর এটিএম বুথে টাকা তোলার জন্য গাড়ি থেকে নামেন মোশারফ হোসেন। তখন সাদা পোশাক পরা কয়েকজন লোক সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *