টাঙ্গাইলের ৮ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

Slider জাতীয়

টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে আওয়ামী লীগ-বিএনপি ও অন্যান্য দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থী ও তাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি)

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. আব্দুর রাজ্জাক (আওয়ামী লীগ), ফকির মাহবুব আনাম স্বপন ও শহিদুল ইসলাম (বিএনপি), খন্দকার আনোয়ারুল হক (স্বতন্ত্র প্রার্থী), আশরাফ আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সালামত হোসেন খান(জাকের পার্টি), মো. আবু মিল্লাদ হোসেন(ন্যাশনাল পিপলস্ পার্টি), ফারুক আহমেদ(কৃষিক শ্রমিক জনতা লীগ)।

টাঙ্গাইল-২ (গোপালপুর- ভুয়াপুর)

টাঙ্গাইল-২ (গোপালপুর- ভুয়াপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তানভীর হাসান (আওয়ামী লীগ) ও খন্দকার মশিউজ্জামান রোমেল (আওয়ামী লীগ), সুলতান সালাহ উদ্দিন টুকু (বিএনপি) ও শামসুল আলম তোফা (বিএনপি), জাহিদ হোসেন খান (সিপিবি), মনিরুল ইসলাম (বিকল্পধারা বাংলাদেশ), রফিকুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ) এবং জাকের পার্টির এনামুল হক মঞ্জু।

টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসন

টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন লুৎফর রহমান খান আজাদ (বিএনপি) ও মো. মাইনুল ইসলাম (বিএনপি), আতাউর রহমান খান (আওয়ামী লীগ), মো. আব্দুর রশিদ মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ), মাওলানা রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবু হানিফ (তরিকত ফেডারেশন), আতাউর রহমান খান (বিএনএফ), মো. খলিলুর রহমান (জাকের পার্টির), ন্যাশনাল পিপলস পার্টির এসএম চান মিয়া।

টাঙ্গাইল-৪ (কালিহাতী)

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), একই দলের আজাদ সিদ্দিকী ও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী (আওয়ামী লীগ), লুৎফর রহমান মতিন (বিএনপি), ইঞ্জিনিয়ার আবদুল হালিম মিঞা (বিএনপি), আবদুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র), সাদেক সিদ্দিকী (জাতীয় পার্টির (জেপি), সৈয়দ মুশতাক হোসেন রতন (জাতীয় পার্টির (এরশাদ)), মির্জা আবু সাঈদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এসএম আবু মোস্তফা (জাতীয় সমাজতান্ত্রিক), খন্দকার মোন্তাজ আলী (জাকের পার্টি), স্বতন্ত্র আবুল কাশেম ও বাকির হোসেন।

টাঙ্গাইল-৫ (সদর)

টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান (বিএনপি) ও ছাইদুল হক ছাদু (বিএনপি), ছানোয়ার হোসেন (আওয়ামী লীগ), মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র), সৈয়দ খালেদ মোস্তফা (স্বতন্ত্র), পীরজাদা শফিউল্লাহ আল মনির (জাতীয় পার্টি (এরশাদ)), সাদেক সিদ্দিকী (জাতীয় পার্টির (জেপি), সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (খেলাফত মজলিশ), ছানোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শামীম আল মামুন (বিএনএফ), আবু তাহের (ন্যাশনাল পিপলস পার্টি) ও কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার।

টাঙ্গাইল-৬ (নাগরপুর)

টাঙ্গাইল-৬ (নাগরপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আহসানুল হক টিটু (আওয়ামী লীগ), এ্যাড. গৌতম চক্রবর্তী (বিএনপি), নূর মোহাম্মদ খান (বিএনপি), মো. আনোয়ার হোসেন (তরিকত ফেডারেশন), সুলতান মাহমুদ (বিএনএফ), মো. আখিনুর মিয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মাশুকুল হক (ওয়ার্কার্স পার্টি), মামুনুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি) এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম ও রবিউল আওয়াল লাভলু।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর)

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. একাব্বর হোসেন (আওয়ামী লীগ), আবুল কালাম আজাদ সিদ্দিকী (বিএনপি), সাঈদ সোহরাব (বিএনপি), মো. জহিরুল ইসলাম জহির (জাতীয় পার্টি), গোলাম নওজব চৌধুরী পাওয়ার (ওয়ার্কার্স পার্টি), লিপি আক্তার (কৃষক শ্রমিক জনতা লীগ), মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশোয়ারি (খেলাফত মজলিশ), শাহিনুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের রূপা রায় চৌধুরী।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জোয়াহেরুল ইসলাম (আওয়ামী লীগ), কাদের সিদ্দিকী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), কুড়ি সিদ্দিকী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), হাবিবুর রহমান তালুকদার (কৃষক-শ্রমিক-জনতা লীগ), শফি সরকার (ন্যাশনাল পিপলস পার্টি), কাজী আশরাফ সিদ্দিকী ও রেজাউল করিম (জাতীয় পার্টির (এরশাদ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবদুল লতিফ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী ও শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *