সমলিঙ্গের বিয়েকে প্রত্যাখান তাইওয়ানের ভোটারদের

Slider সারাবিশ্ব

সমলিঙ্গের মধ্যে বিয়ের বিরুদ্ধে রায় দিয়েছেন তাইওয়ানের ভোটাররা। গত মার্চে দেশটির হাইকোর্ট এ বিষয়ে সম্মতি দিয়েছিল।

পাশাপাশি সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিতে আইন সংশোধন কিংবা নতুন আইন তৈরি করতে সংসদকে দুই বছর সময়ে বেঁধে দিয়েছিল। শনিবারের ভোটের ফলাফল সেই আইন তৈরিতে কী প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়।
রক্ষণশীল গোষ্ঠীদের দাবি ছিল, নারী ও পুরুষের মধ্যকার বিয়ে নিয়ে যে আইন বিদ্যমান আছে তা পরিবর্তন করা যাবে না। অন্যদিকে সমকামী গোষ্ঠী দাবি করেছিল, সমলিঙ্গের মধ্যে বিয়েকে বৈধতা দিতে আইন পরিবর্তন করতে হবে। শনিবার আয়োজিত ভোটে ভোটাররা রক্ষণশীল গোষ্ঠীর প্রতিই সমর্থন জানিয়েছেন।

শনিবার ভোটের আগে তাইওয়ানের সরকার জানিয়েছিল, ভোটের ফলাফল আইন সংশোধনে প্রভাব ফেলবে না।

আশা করা হচ্ছে, বিদ্যমান আইন পরিবর্তন করা না হলেও কর্তৃপক্ষ সমলিঙ্গের বিয়ের বিষয়ে বিশেষ আইন পাশ করবে। তাতে সমলিঙ্গের বিয়েকে বৈধতা না দেয়া হলেও সংশ্লিষ্টদের আইনি সুরক্ষা দেয়া হবে।
সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *