ঢাকা: ধর্ষণ অভিযোগে মামলা হয়েছে ভারতের সুপরিচিত অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে। যৌন নির্যাতন বিরোধী আন্দোলনে ভারতে যখন একের পর এক বাঘা বাঘা ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে তখন অলোক নাথের বিরুদ্ধে ওই মামলা নিয়েছে মুম্বই পুলিশ। অভিযোগে বলা হয়েছে, একজন লেখিকা-প্রয়োজক তার ধর্ষণের শিকার হয়েছেন। তাই ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারার অধীনে তার বিরুদ্ধে এফআইআর করেছেন ওই নির্যাতিতা।
পুলিশের অতিরিক্ত কমিশনার মনোজ শর্মা বলেছেন, মুম্বইয়ের ওশিওয়ারা পুলিশ স্টেশনে ওই মামলাটি নিবন্ধিত হয়েছে। এর আগে অক্টোবরের শুরুতে অলোক নাথের বিরুদ্ধে একটি অভিযোগ করেন পুলিশে। তাতে তিনি দাবি করেন ১৯৯০ এর দশকে তাকে ধর্ষণ করেছেন এই অভিনেতা ও তাকে যৌন নির্যাতন করেছেন। ফেসবুকে অক্টোবরে এ নিয়ে তার ওই সময়কার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেন ওই নির্যাতিতা।
ওই নির্যাতিত লেখিকা একই সঙ্গে ১৯৯০ এর দশকে টেলিভিশনে ‘তারা’ নামের একটি সিরিয়ালের প্রযোজক ছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে ৬২ বছর বয়সী অলোক নাথকে সম্প্রতি বহিষ্কার করে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস এসোসিয়েশন।