প্রকাশ্যে অবৈধ তীর খেলা কিভাবে হয়? : মেয়র আরিফ

Slider সিলেট

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ভারতীয় তীর নামক জুয়া খেলার রমরমা ব্যবসা চলছে। যার ফলে সর্বস্বান্ত হচ্ছেন স্কুল, মাদ্রাসা, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসবের কারণেই মূলত আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হয়।

এসব অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে নগরীর সর্বস্থরের নাগরিকদের এগিয়ে আসতে হবে। অবৈধ এই তীর খেলার সাথে জড়িতরা যতবড় প্রভাবশালীই হোক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

স্থানীয়দের সহযোগিতা ছাড়া প্রকাশ্যে তীর নামক জুয়া চলতে পারেনা। আপনারা সোচ্চার হলে এসব অপরাধ বন্ধ হয়ে যাবে। সিসিক মেয়র আরিফ স্থানীয়দের উদ্দেশ্যে আরো বলেন, ‘যারা এসব অবৈধ তীর খেলার সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ স্থানীয়দেরই নিতে হবে।’ এসময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন? আপনাদের প্রশ্রয় ছাড়া এখানে প্রকাশ্যে অবৈধ তীর খেলা হয় কিভাবে?

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় তীর নামক জুয়া চলছে এমন খবরের প্রেক্ষিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী কোতোয়ালী থানা পুলিশ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিসিকের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে আকস্মিক অভিযান চালিয়ে তীর খেলার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেন।এবং এসময় বিপুল পরিমাণ ভারতীয় তীর (জুয়া) খেলার সামগ্রী উদ্ধার করেন। এবং মেয়রের উপস্থিতিতে পুড়িয়ে দেয় উদ্ধার হওয়া তীর খেলার সামগ্রী। তবে তীর খেলার সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *