স্বমহিমায় কিম জং উন, ‘বিশেষ’ অস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার!

Slider সারাবিশ্ব

নিরস্ত্রীকরণ কর্মসূচী চলছে। তার মাঝেই ফের স্বমহিমায় ফিরলেন উত্তর কোরিয়া প্রধান কিম জং উন।

দেশটির তরফ থেকে জানানো হয়েছে, একটি ‘হাই টেক ট্যাকটিক্যাল’ অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। তবে ঠিক কী সেই অস্ত্র, তা খোলসা করে জানানো হয়নি উত্তর কোরিয়ার পক্ষ থেকে।
কোরিয়া উপদ্বীপে এই সামরিক পরীক্ষা করা হয়েছে বলে সেদেশের ইয়ুনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে। কোরিয়ান সেন্ট্রাল ব্রডকাস্টিং স্টেশনকে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে সংবাদ সংস্থা ইয়ুনহ্যাপ। তবে এই পরীক্ষার সঠিক স্থান কোনটি ছিল, তা জানানো হয়নি। নেতা কিমের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছে।

উত্তর কোরিয়ার সেনাকে শক্তিশালী করে তুলতেই এই পরীক্ষা বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রালয় সূত্রে জানা গেছে। নর্থ কোরিয়ান স্টেট মিডিয়া জানাচ্ছে, এই আগ্নেয়াস্ত্রটি বহুদিন ধরেই পরীক্ষামূলক অবস্থায় ছিল। এদিন চূড়ান্ত পরীক্ষা করা হয়, যা সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *