কাপাসিয়ায় প্রশাসনের আপত্তির কারনে ইজতেমায় শুরুর দিনেই আখেরী মোনাজাত

Slider বিচিত্র

মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী ‘জেলা ইজতেমা’ স্থানীয় প্রশাসনের আপত্তির কারনে শুরুর দিনেই আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার রাতে শেষ হয়েছে। পুলিশের সর্তক প্রহরায় ইজতেমায় আগত প্রায় ৩ হাজার মুসল্লিদের স্থান ত্যাগ করতে হয়েছে। ইজতেমাটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উজলী দিঘির পাড় আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইজতেমায় আসতে মুসল্লিদের পথে পথে চেকপোষ্ট বসিয়ে পুলিশ বাধাদিয়ে ফিরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতপন্থী মাওলানা সাদ অনুসারী গাজীপুর জেলা তাবলীগ জামায়াতের আমীর এস এম আনোয়ার হোসেন জানান, জামায়াতের মুরুব্বিদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ‘জেলা ইজতেমা’টি কাপাসিয়ার উজলী দিঘির পাড় আলিয়া মাদরাসা মাঠে হওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে এই ইজতেমাটি পাশর্^বর্তী শ্রীপুর উপজেলায় হওয়ার কথা ছিল। সেখানেও হঠাৎ করে স্থানীয় প্রশাসন আপত্তি জানায়। পরে তাৎক্ষনিক সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার ফজরের নামাজের পর পরই বিভিন্ন এলাকা থেকে তাবলীগের সাথীরা মাদরাসা মাঠে জড়ো হতে থাকে। কিন্ত বিধিবাম, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, এএসপি রাশেল, ডিএসবি আমিনুল ইসলাম, ডিআইও-১ সিরাজুলইসলাম, এএসপি সার্কেল পঙ্কজ দেবনাথ, থানার ওসি আবু বকর সিদ্দিকসহ শতাধিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। হঠাৎ এতো মুসল্লিদের উপস্থিতি দেখে সবাই হতবাক হয়ে যায়। পরে স্থানীয় সাংবাদিক, এলাকাবাসী ও প্রশাসনের মধ্যস্থতায় রাতেই আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ করতে তাবলীগের মুরুব্বিরা রাজি হয়। এ সময় জেলা তাবলীগের অপর আমীর মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ূন কবীর, হাজী মোহাম্মদ সিরাজ সিকদার, ডাঃ আব্দুল আজিজ, আরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *