ঢাকা: গাজীপুর সিটিকরপোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে গাজীপুর-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ বুধবার তিনি এ মনোনয়ন সংগ্রহ করেন।
অধাপক মান্নানের ঘনিষ্ট সুমন পালোয়ান জানান, গাজীপুর-২ আসনে নির্বাচন করবেন অধ্যাপক এম এ মান্নান।
অধ্যাপক এম এ মান্নান, ১৯৯১ সালে গাজীপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সাংসদ হয়ে প্রতিমন্ত্রী হন। ২০১৩ সালে গাজীপুর সিটিকরপোরেশনের প্রথম মেয়র হন তিনি।