সিলেটে রেস্টুরেন্টের ফ্রিজ থেকে বিপুল পরিমাণ অতিথি পাখির মাংস উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় রেস্টুরেন্টের দুই কর্মচারীকে আটক করে প্রত্যেককে তিন মাস করে জেল দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল চৌধুরী জানান, নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টে অভিযানকালে রান্না করা ও ফ্রিজে বিপুল পরিমাণ অতিথি পাখির মাংস পাওয়া যায়। এসময় রেস্টুরেন্টের দুই কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই কর্মচারীকে তিনমাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
অভিযানকালে র্যাব ও বনবিভাগের কর্মকর্তা এবং পরিবেশ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।