বাগেরহাটের পূর্ব সুন্দরবনের মৃগামারী খাল সংলগ্ন এলাকা থেকে হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
রবিবার সকালে অভিযান চালিয়ে হরিণের একটি মাথা, চামড়া ও ১০ কেজি মাংস উদ্ধার করা হয়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) আবদুল্লাহ আল মাহমুদ জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের হারবাড়ীয়া স্টেশনের একটি দল সুন্দরবনে টহল দেয়ার সময় চোরা শিকারীরা চাঁদপাই রেঞ্জের মিরগামারী খাল এলাকায় হরিণের একটি মাথা, চামড়া ও ১০ কেজি মাংস ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা চোরা শিকারীদের ফেলে যাওয়া হরিণের মাথা, চামড়া ও মাংস সুন্দরবন বিভাগের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করে।