ডেস্ক সংবাদ
গ্রাম বাংলা নিউজ.কম
ঢাকা: জেলার কালিগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোজাম্মেলক হক(৩০) নামে এক হোন্ডা আরোহী নিহত হয়েছেন। নিহতের বাড়ি ঢাকা জেলার আশুলিয়া থানার তাজপুর গ্রামে। শ্রীপুরে প্রেমের খবর প্রকাশ পাওয়ায় আত্মহত্যা করেছে এক যুবক।
সোমবার বেলা ২টার দিকে ঢাকা-নরসিংদী সড়কের কালিগঞ্জ উপজেলার উলুসারা নামক স্থানে প্রথম ঘটনা ঘটে।
কালিগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল হক শিশির জানান, কালিগঞ্জের দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মোজাম্মেল হক গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে কয়েক মিনিট পর তিনি মারা যান। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নামজমুল হক ভূইয়া সংবাদটি নিশ্চিত করেছেন।
এদিকে জেলার শ্রীপুর ব্যুরো প্রধান শারমিন সরকার গ্রাম বাংলাকে জানান, জৈনাবাজার এলাকায় তানভীর আহমেদ উরফে কোরবান আলী(১৮) নামে কম্পিউটার দোকানের এক কর্মচারী প্রেমের খবর প্রকাশ পাওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে।
সোমবার বিকাল সোয়া ৫টার দিকে কম্পিউটার দোকানের ভেতরে ওই ঘটনা ঘটে।
তার পিতার নাম এমরান আলী। বাড়ি নঁওগা জেলার পতনীতলা থানার আতরাই গ্রামে। সে
শ্রীপুর উপজেলার জৈনাবাজারে এলাহী প্লাজার দ্বিতীয় তলায় অনিক কম্পিউটারে দুলাভাইয়ের দোকানে কর্মচারী পদে চাকুরী করতেন।
স্থানীয় সূত্র জানায়, দোকানে বসে কোরবান আলী মোবাইলে তার গ্রামের বাড়ির এক মেয়ের সাথে প্রেম করতো। গোপন সংবাদ প্রকাশ পাওয়ায় কোরবান আলীর দুলাভাই কোরবানের মোবাইলটি নিয়ে গিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভয়ের কারণে কোরবান আলী বিষপানে আত্মহত্যা করেছে বলে সুত্রের দাবি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসীনুল কাদের সংবাদটি নিশ্চিত করেছেন।