চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে কাজ করার সময় ট্রেইলারের ধাক্কায় আবু জাফর (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ভোলা জেলার তজমুদ্দিন এলাকায়।
আজ রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, কাজ করার সময় নিজেদের ট্রেইলারের ধাক্কায় মাথায় আঘাত পান ওই শ্রমিক। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।