গণভবনে আওয়ামী লীগের সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ শেষ

Slider ঢাকা


ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সংলাপ চলছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংলাপ শুরু হয়।

আজকের আলোচনায় যুক্তফ্রন্ট তাদের ৪ দফা দাবি তুলে ধরবে। এরমধ্যে রয়েছে নির্বাচনকালীন সরকার গঠন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও সীমিত আকারে ইভিএম ব্যবহার।

সংলাপে অংশ নিতে বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রবেশ করেন। যদিও শুরুতে তাদের ১৫ সদস্যের প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা ছিলে।

বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন দলের ১৫ নেতা অংশগ্রহণ করেন। তারা হলেন-বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, প্রকৌশলী মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা, বিএলডিপির সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা, জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান।

পাশাপাশি নতুন যুক্ত হয়েছে আরও ৬ জনের নাম।

সংলাপে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের ২২ প্রতিনিধি রয়েছেন। তারা হচ্ছেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আব্দুল মতিন খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, ড. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

এছাড়াও থাকছেন ১৪ দলীয় জোটের শরীক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও জাসদের অন্য অংশের কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদল আলোচনায় অংশ নিচ্ছেন।

৩০ অক্টোবর সংলাপে বসার আগ্রহ দেখিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল বিকল্পধারা। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ ২ নভেম্বর গণভবনে সংলাপের দিন নির্ধারণ করা হয়।

এছাড়া গতকাল বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুক্তফ্রন্টে যোগ দেয় ৮ দল। যা হলো-বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, গণফ্রন্ট, মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট ও মুসলিম লীগ।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সময় যুক্তফ্রন্টের শরিক দুই দল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও আসম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুক্তফ্রন্ট ছেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *