অপরাধের মূলোৎপাটনে জনসংবাদ

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বাংলার মুখোমুখি বাংলার সুখবর বিনোদন ও মিডিয়া সারাদেশ

JANASNGBAD  LOGO copy

জনসংবাদ  রিপোর্ট: ২০০৬ সাল থেকে গাজীপুর জেলায় প্রকাশনা শুরু করে দৈনিক জনসংবাদ। বিভিন্ন ঘাত প্রতিঘাত এড়িয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে পত্রিকাটি। রাজনৈতিক গ্যাঁড়াকলে পড়ে ও কতিপয় স্বার্থান্বেষীমহলের ষড়যন্ত্র জনসংবাদকে জনগণের কল্যাণে কাজ করতে বার বার বাঁধা সৃষ্টি করেছে।

সম্প্রতি দৈনিক জনসংবাদ নামকরণের যথার্থতা প্রমাণে ভিন্ন আঙ্গিকে প্রকাশের উদ্যোগ নিয়েছে। গাজীপুর জেলার স্থানীয় দৈনিক হিসেবে জনসংবাদ জনগণের কথা বলতে প্রস্তুত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে গণমাধ্যমের যথাযথ ভূমিকা পালন করতে জনসংবাদ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছে। মাটি মানুষের কথা, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের না বলা কথা প্রকাশ করবে জনসংবাদ।

ভিন্ন আয়োজনে ‘অপরাধের মূলোৎপাটনে জনসংবাদ’ এই শ্লোগানকে সামনে রেখে জনসংবাদের বিশাল কর্মী বাহিনী ঘটনার সঙ্গে সঙ্গে চলে যাবেন ঘটনাস্থলে। তাছাড়া জনসংবাদের সকল খবর তাৎক্ষনিকভাবে প্রচারিত হবে গ্রামবাংলানিউজ২৪.কম নামে একটি অনলাইন দৈনিকে। ঘটনাস্থল থেকে তাৎক্ষনিক ব্রেকিং নিউজ ও ছবি প্রচার করবে গ্রামবাংলা নিউজ২৪.কম। পরদিন দৈনিক জনসংবাদে প্রকাশিত হবে গত ২৪ ঘন্টার সকল তরতাজা খবর।

ভিন্ন আঙ্গিকে দৈনিক জনসংবাদ গাজীপুর জেলার সকল উপজেলা ও শিল্পাঞ্চলে ইতোমধ্যে একটি করে ব্যুারো অফিস উদ্বোধন করার কাজ শেষের পথে। গাজীপুর জেলা ও আশপাশের সকল জেলা উপজেলায় নতুনভাবে প্রতিনিধি নিয়োগের কাজ চলছে। খুব শিঘ্রই জনসংবাদ পাঠকদের মাঝে ভিন্ন রকম সারা জাগাবে বলে আশা করছি।

এছাড়া দৈনিক জনসংবাদে প্রতিদিন সম্পাদকীয় টেবিল থেকে তিনটি নিয়মিত কলাম প্রকাশিত হবে। একই সঙ্গে থাকবে গাজীপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত ও পরামর্শ মূলক লেখা।
গাজীপুর জেলার কালিয়াকৈর, কাপাসিয়া, টঙ্গী, শ্রীপুর ও কালিগঞ্জে একটি করে ব্যুরো অফিস উদ্বোধন সময়ের অপেক্ষায় রয়েছে।

গাজীপুরের ইতিহাস ঐতিহ্যৃ এবং মাটি মানুষের কথা জানাতে জনসংবাদ আপনার সক্রিয় সহযোগিতা কামনা করছে।

আপনার আশেপাশে যে কোন অপরাধ ও উন্নয়নমূলক খবর দেখা মাত্রই আমাদের জানান। ফোন করুন।

এ কে এম রিপন আনসারী, নির্বাহী সম্পাদক- ০১৭১১২৮৭৩৫, এম. আসাদুজ্জামান সাদ, ব্যবস্থাপনা সম্পাদক- ০১৭১২৭১২৩৪৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *