জাতীয় ঐক্যফ্রন্টের পর আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে সাবেক রাষ্ট্রপতি ডা. এ কি এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীণ বিকল্পধারা বাংলাদেশ।
গণভবনে অনুষ্ঠিতব্য এই সংলাপ শেষে নৈশভোজে অংশ নেবেন এ কি এম বদরুদ্দোজা চৌধুরী।
এজন্য নিজের জন্য খাবারের তালিকা পাঠিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছে সাদা ভাত, লাল আটার রুটি, ফুলকপি, সীম, আলু ভাজি, যেকোনো মাছের ঝোল ও মসুর ডাল।
বি চৌধুরীর নৈশভোজের এই মেন্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম।
এর আগে গত মঙ্গলবার সংলাপে বসার আগ্রহ দেখিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় বিকল্পধারা। পরে শুক্রবার রাতে সংলাপের আমন্ত্রণ জানানো হয় বি. চৌধুরীকে।