হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:যুবরাই লড়বে সোনার বাংলা গড়বে এই প্রতিপাদ্যকতা কে সামনে রেখে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সরা দেশের ন্যায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাহবুবুজ্জামান আহম্মেদ , উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃরবিউল হাসান,তিনি বলেন সন্ত্রাস জঙ্গীবাদ,বাল্য বিবাহ ,মাদকবিরোধী সচেতনতায় যুবকদের এক হয়ে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর এই স্লোগান কে সঠিক রাখতে হবে ,তবেই এসব নির্মুল করা যাবে। জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ।
সোনার বাংলাদেশ গড়তে হলে যুবদের জাগরণ সচেষ্ট ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা নুর ইসলাম , উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব,আমিরুল ইসলাম হেলাল,তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুর ইসলাম আহম্মেদ।
অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি ও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ৬০ হাজার টারা’র ক্ষুদ্ররিন চেক বিতরন করা হয়।