ঢাকা:আওয়ামী লীগের সঙ্গে সংলাপকে সামনে রেখে বৈঠকে বসেছেন ঐক্যফ্রন্টের নেতারা। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে বিকাল চারটায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে সংলাপের আলোচ্য বিষয়, প্রতিনিধির সংখ্যা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে ঐক্যফ্রন্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদসহ নেতারা অংশ নিচ্ছেন। রোববার সংলাপের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেন ড. কামাল হোসেন। এ আহবানে সাড়া নিয়ে গতকাল সংলাপে বসার সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণপত্র ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।