রাতুল মন্ডল শ্রীপুর: শ্রমিকলীগ নেতাকে দু -হাত কেটে হত্যার ঘটনায় ফারুকের বাবা হাফিজুল ইসলাম বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে বৃহস্পতিবার রাতে শ্রীপুর মডেল থানায় করেছেন। মামলায় সুমনসহ আরো পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৪-১৫ জনকে আসামি করা হয়।
আসামিরা হলেন- সুমন মিয়া, সাদ্দাম হোসেন, সোহেল রানা, বাবুল হোসেন, সোহেল মিয়া। তবে এই সংবাদ লিখা পযত্ন কোন আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শ্রীপুর থানার ওসি বলেছেন, আসামি ধরতে অভিযান চলছে।
জানাজায় মুসল্লিরা এ নির্মম হত্যার বিচার দাবি করেন।
এর আগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে ফারুককে মরদেহ দাফন করা হয়।
প্রসঙ্গত, শ্রীপুর পৌরসভার বহেড়ার চালা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কলের সামনে এ ঘটনা ঘটে।