জাপার মহাসমাবেশ ১ জানুয়ারি

রাজনীতি

zatio partyপ্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আগামী ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ ঘোষণা দেন। দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাবেশ ঘটানো হবে । ওই দিন আওয়ামী লীগ-বিএনপির রাহু থেকে দেশবাসীকে মুক্তির জন্য ১ বছরের কর্মসূচি ঘোষণা করা হবে।’

মহাসমাবেশ সফল করার জন্য নিজেকে আহবায়ক করে ১০১ সদস্যের প্রস্তুতি কমিটিও ঘোষণা করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সংবাদ সম্মেলনে বাবলু আরো বলেন, ‘আমরা সরকারের পার্টনার নই। আমরা কৌশলগত কারণে সরকারের অংশ। এই সরকারের গুম-খুন, হত্যা ও দলীয়করণের কোনো দায়-দায়িত্ব আমরা নিব না।’

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। পদত্যাগ করলেই যে সরকারের পতন হবে, এমন না’

বাবলু বলেন, ‘সরকার যদি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে জাতীয় পার্টি রাস্তায় নামবে।’
জাপার ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতী, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, আবুল কাশেম, সালমা ইসলাম এমপি প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *