রাজধানীর পোস্তগোলায় ট্রাক-চালক ও পুলিশের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪

Slider টপ নিউজ

রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল বাড়ানোকে কেন্দ্র করে আজ শুক্রবার ট্রাক-চালক ও পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল থেকে শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষের চলাকালে প্রায় ৪ ঘণ্টা পোস্তগোলা ব্রিজে যানচলাচল বন্ধ ছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর টোল নেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। দুপুর ১২টার দিক থেকে যানচলাচল শুরু হয়।

আপাতত কোনও যানবাহনের কাছ থেকে এই সেতু পারাপারের জন্য কোনও ধরনের টোল সংগ্রহ করা হচ্ছে না। এখনও পোস্তগোলা ব্রিজ এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শ্রমিকরাও অবস্থান নিয়ে আছেন ওই এলাকায়।

শ্রমিকরা জানান, এই সেতুতে আগে ট্রাকের টোল ছিল ৩০ টাকা। গত ২২ অক্টোবর সেই টোল বাড়িয়ে করা হয় ২৪০ টাকা। হঠাৎ করে এত বেশি টোল বাড়ানোয় তারা বিপাকে পড়েছেন।

বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত এ সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে ২০১৫ সালে অটোরিকশাচালকদের বিক্ষোভে তিন দিন যান চলাচল বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *