নড়াইলে শারদীয় দুর্গোৎসবের আনন্দে ঐতিহ্যবাহী নৌকা বাইচের প্রতিযোগিতা

Slider রাজশাহী


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: নড়াইলের শিয়েরবর গ্রামে মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে মধুমতি নদীর দু’পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইলের শিয়েরবর বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসীর আয়োজনে পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৬টি নৌকা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার হরেকেষ্টপুর গ্রামের আতর আলীর নৌকা, দ্বিতীয় হয়েছে ফরিদপুর জেলার চাপুলিয়া গ্রামের রিপন ফকিরের নৌকা এবং তৃতীয় হয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামের জহুর আলীর নৌকা। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান এবং শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান তশরুল ইসলাম। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ নদীর দু’পাড়ে ভীড় করেন। আায়োজক কমিটির সদস্য তৌফিক হাসান শাওন, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, সারাদেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে শিয়েরবর বাজার এলাকায় মেলায় দুই শতাধিক দোকানী নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *