নরসিংদীতে ‘জঙ্গি’ সন্দেহে আরেকটি বাড়ি ঘেরাও, অভিযান আজ

Slider ফুলজান বিবির বাংলা


নরসিংদী: নরসিংদীর মাধবদীর ছোট গদাইরচর গাঙপাড় এলাকায় ‘নিলুফা ভিলা’ নামে আরেকটি বাড়ি জঙ্গি সন্দেহে ঘেরাও করে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট। বাড়িটিতে আজ অভিযান চালানো হবে বলে জানিয়েছে সিটিটিসি ইউনিটপ্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, মাধবদীর গাঙপাড় এলাকার বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তাদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণ না করলে আমরা দিনের আলোয় অ্যাকশনে যাব।

গাঙপাড় এলাকার বাড়িটির মালিক আফজাল হাজী। ‘নিলুফা ভিলা’ নামে সাততলা ওই বাড়িটির সপ্তম তলায় একটি ফ্ল্যাটে দুই নারী ও এক পুরুষ জঙ্গি রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এর আগে চরভগীরথপুরের বাড়িটি সোমবার রাত থেকে ঘিরে রাখার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু করে সিটিটিসির সোয়াট ও অন্যান্য বাহিনী। থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দের পর বিকাল ৪টার দিকে অভিযান শেষের ঘোষণা দেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় দুই লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *