৭৫’র মতো ঘটনা ঘটলে দায় আশরাফের : হান্নান শাহ

Slider জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু বাংলার আদালত বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

hannan sha-photo

গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ নেতা সৈয়দ আশরাফ বলেছেন, বৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। তাহলে অবৈধভাবে সরাতে উনি কি কাউকে উৎসাহিত করছেন? সৈয়দ আশরাফের বক্তব্য উস্কানিমূলক মন্তব্য করে তাকে সাবধান করে দিয়ে হান্নান শাহ বলেন, ৭৫-এর ১৫ আগস্টের ঘটনার পর আওয়ামীলীগ নেতারা মোস্তাকের পাশে জড়ো হয়েছিলেন। ভবিষ্যতে ’৭৫-এর ১৫ আগস্টের মতো কোনো ঘটনা ঘটলে ধরে নেবো সৈয়দ আশরাফরাই এটি করেছেন। তার দায়ভার আপনাদেরকেই নিতে হবে।

রোববার জাতীয় প্রেসকাব মিলনায়তনে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের অপ্রচারের বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
হান্নান শাহ প্রশ্ন রেখে বলেন, আপনারা তো অবৈধভাবে মতা দখল করে আছেন। সুতরাং বৈধভাবে কীভাবে আপনাদের মতাচ্যূত করা যাবে? র‌্যাবকে পঁচা মাছের সঙ্গে তুলনা করে সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, পুকুরে একটা পঁচামাছ থাকলে যেমন বাকি সব মাছের পঁচন ধরে, তেমনি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে র‌্যাব এখন পঁচা মাছের মতো হয়ে পড়েছে। তাদের এখন সেনা ও পুলিশ বাহিনীতে স্থানান্তর করা হলে সেখানেও তারা কুলসতা ছড়াবে। তাই র‌্যাবকে পুরো বিলুপ্ত করতে হবে। ‘র‌্যাব বিলুপ্ত করা যাবে না’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে তিনি বলেন, আমি বলবো র‌্যাব বিলুপ্ত করা মাত্র পাঁচ মিনিটের ব্যাপার। তিনি আরো বলেন, তারেক রহমানের ঐতিহাসিক কিছু সত্য কথা বলার জন্য আওয়ামী লীগের নেতাদের গায়ে জ্বালা শুরু হয়েছে, তারা কুরুচিপূর্ণ কথা বলছেন। তারা পাগল হয়ে পড়েছেন, তাই তাদের হেমায়েতপুরে ভর্তি হওয়া দরকার।
হান্নান শাহ সম্প্রতি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও আব্দুল লতিফ সিদ্দিকীর আদালত প্রসঙ্গে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে বলেন, আদালত আমরা কিছু বললেই অবমাননা হয়। আর তারা বললে চুপ হয়ে থাকেন।
এদিকে সকালে স্বাধীনতা ফোরাম জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রেসকাব চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, ৭৫ সালের ঘটনা আবারো ঘটতে পারে-এমন সংশয় না করে নির্দলীয় নিরপে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করুন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, অবৈধভাবে ক্ষমতকায় টিকে থাকার জন্য আওয়ামীলীগ নেতারা জিয়াউর রহমান, খালেদা ঝিয়া ও তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করছেন। তাদের মিথ্যাচারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আফম ইউসুফ হায়দার, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, মিয়া মোহাম্মদ আনোয়ার, কামরুজ্জামান সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *