৪০০ টাকায় বিক্রি হচ্ছে বোতল ভর্তি ‘বিশুদ্ধ হাওয়া’

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

পৃথিবী জুড়ে এখন চারিদিকে দূষণ দুশ্চিন্তা। আশেপাশে একটাই অভাব, তা হলো বিশুদ্ধ হাওয়া।

রাস্তায় বের হলেই যেন দম বন্ধ হয়ে আসে ভারী বাতাসে। এতটাই দুর্লভ হয়ে গেছে সেই বিশুদ্ধ বায়ু, যে বোতলে ভরে সেটাই এখন বিক্রি করা হচ্ছে বাজারে। দামও বেশ চড়া।
অবিশ্বাস্য মনে হলেও নিউজিল্যান্ডে বোতলে ভরে বিক্রি করা হচ্ছে বিশুদ্ধ হাওয়া। সেদেশের একটি ওয়েবসাইটে বিক্রি হচ্ছে সেই হাওয়া ভরা বোতল। নাম দেওয়া হয়েছে ‘Pure Fresh New Zealand Air’.

সেই সংস্থার তরফ থেকে বলা হচ্ছে, মোটামুটি পাঁচ লিটার হাওয়া কিনলে ১৩০ থেকে ১৪০ বার প্রশ্বাসে সেই বায়ু গ্রহণ করা যাবে। নিউজিল্যান্ডের অবস্থানের জন্য সেখানকার হাওয়া বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বিশুদ্ধ।

জানা গেছে, সাদার্ন আল্পসের বরফাবৃত অংশের উপর দিয়ে আসে হাওয়া। প্রশান্ত মহাসাগর থেকে আসা সেই হাওয়া নাকি কোনও জনবহুল এলাকার বাধা পায় না।

ফলে হাওয়া অনেকটাই বিশুদ্ধ থাকে বলে দাবি করেছে সেই সংস্থা। তিনটি বোতলের দাম ১৪০০ টাকা। তবে এই সংস্থার এমন অভিনব উদ্যোগে চোখ কপালে সাধারণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *