জন্মদিনে বাবরের মৃত্যুদণ্ড

Slider জাতীয়

নিজের জন্মদিনে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১৪ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নারকীয় সেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন দেয়া হয়েছে।

এছাড়া অপর ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে নানাবিধ মন্তব্য করে বেশ আলোচিত হয়েছিলেন বাবর।

১৯৯১ সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ ২০০১ সালে নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর।

বুধবার জন্মদিনেই বাবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘোষিত রায়ে নিজের মৃত্যুদণ্ডের সাজা শুনলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *