আত্মহত্যা ঠেকাতে মন্ত্রী নিয়োগ!

Slider সারাবিশ্ব

ব্রিটেনে আত্মহত্যা ঠেকানোর জন্য একজন মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। এ ধরনের মন্ত্রী নিয়োগ দেয়ার ঘটনা সারা বিশ্বে এটাই প্রথম।

ব্রিটেনে যখন দিন দিন বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছে এবং আত্মহত্যার হার বেড়েই চলেছে তখন তেরেসা মে এ পদক্ষেপ নিয়েছেন।

ব্রিটেনে মানসিক স্বাস্থ্য, বৈষম্য ও আত্মহত্যা প্রতিরোধবিষয়ক মন্ত্রী নিয়োগ দেয়ার জন্য নতুন পদ সৃষ্ট করা হয় এবং জ্যাকি ডয়লি-প্রাইসকে এ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এ কাজে মন্ত্রীকে সহযোগিতা করার জন্য ১৮ লাখ পাউন্ডের একটি তহবিল দেয়া হয়েছে।

পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য একটি গোপন টেলিফোন নাম্বার ও মানসিক সমস্যা নিয়ে জনগণের দোরগোড়ায় পরামর্শ সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

ব্রিটিশ সরকার দাবি করছে, রক্ষণশীল দলের এমপি ডয়লি-প্রাইসকে মন্ত্রী নিয়োগ দেয়ার পর আত্মহত্যার মাধ্যমে মানুষের জীবন যাওয়া বন্ধ হবে। এ পদক্ষেপে ব্রিটেনে দারুণভাবে কমে আসবে আত্মহত্যার ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *