বিরল প্রজাতির দু’মুখো সাপ

Slider বিচিত্র

সম্প্রতি ভার্জিনিয়ার উডব্রিজে উদ্ধার হওয়া দুর্লভ দু’মুখো একটি সাপ বেশ ভাইরাল হয়েছে। দুই মাথাওয়ালা সাপ খুব কমই দেখা যায় পৃথিবীতে।

সরীসৃপ-সংক্রান্ত বিশেষজ্ঞ ক্লেওপফার জানান, এই সাপটি ‘অত্যন্ত বিরল’। তিন দশকের বেশি সময় ধরে কাজ করেও এমন সাপ আগে দেখেননি।
তিনি আরো জানান, এই দুই মাথাওয়ালা সাপ আসলে মানুষের যমজ বাচ্চার মতোই। যখন ভ্রূণ দুই যমজে ভাগ হতে শুরু করেও থেমে যায় তখন এমনটা হয়।
বিশেষজ্ঞদের ধারণা, ছয় থেকে আট ইঞ্চি লম্বা এই সাপটির বয়স প্রায় দুই থেকে তিন সপ্তাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *