আদালতের পথে গ্রেনেড হামলার আসামিরা

Slider জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার তারিখ আজ। তাই এ মামলায় ৩১ জন আসামিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সকাল ৬টা ৫০ মিনিটে পুলিশের প্রিজনভ্যানে করে ওই আসামিদের আদালতে পাঠানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ (ভারপ্রাপ্ত) এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারাগারে ১ ও ২- এর থাকা ১৪ আসামিদের মধ্যে লুৎফজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হাইসিকিউরিটিতে থাকা ১৭জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছিল আজ থেকে ১৪ বছর আগে। সেদিন ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও তাঁর দলের ২৪ জন নেতা-কর্মীর প্রাণ যায়। ওই হামলায় দলীয় কর্মী, সাংবাদিক, পুলিশসহ আরও কয়েক শতাধিক মানুষ আহত হয়। ভয়াবহ এ হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে করা দুটি মামলার বিচারকাজ শেষে আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *