‘খেলাধুলায় যুক্ত থাকলে মাদকাসক্ত হওয়ার আশঙ্কা থাকে না’

Slider খেলা

সিদ্ধিরগঞ্জে সামাজিক সংগঠন অংকুর’ র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকালে সোনামিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথ হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।

এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলায় যুক্ত থাকলে মাদকাসক্ত হওয়ার আশংকা থাকে না। তাই পড়ালেখাও করতে হবে এবং খেলাধুলাও করতে হবে।
এসময় তিনি আরো বলেন, গতকাল (রবিবার) বাংলাদেশের মেয়েরা সাফ গেমছে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা হতে পারলে ছেলেরা কেনো পারবে না। সেই লক্ষ্য নিয়া তোমরা এগিয়ে যাও। যাতে করে সামনে আমাদের দেশ আরো ভালো কিছু করতে পারে।
খেলায় ট্রাইবেকারে মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
সামাজিক সংগঠন অংকুরের সভাপতি গোলাম কিবরিয়া বাপ্পী’ র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থান আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সমাজ সেবক মোঃ জালাল আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক কাউন্সিলর আরিফুল হক হাসান, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, কাউন্সিলর ওমর ফারুক, জেলা পরিষদের সদস্য নুর আলম খান, থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, অংকুর এর সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ, অংকুর এর মূখপাত্র রাম কানাই মহন্ত্র রুদ্র, রুবেল চান বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *