মাতাল পাখিদের সামলাতে হিমশিম খাচ্ছে মার্কিন পুলিশ!

Slider বিচিত্র

ভাবছেন পাখিদেরও নেশা হয়? মহুল গাছের ফল খেয়ে আমার, আপনার নেশা হতে পারে আর পখিদের হতে পারে না? তবে এ গল্প আমাদের দেশের নয়। এই পাখিদের গল্প জানতে আপনাকে যেতে হবে সুদূর মার্কিন মুলুকের মিনেসোটার গিলবার্টে।

গাছে গাছে ঝুলে থাকা মজে যাওয়া বেরি খেয়ে তারা এখন নেশায় মত্ত। আর পাখিদের মাতলামি সামলাতে এখন হিমশিম খাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। এমনকি, পুলিশকেও নামতে হচ্ছে মাঠে!

এ দৃশ্য কিন্তু সত্যিই বিরল। প্রতি বছর শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে এ অঞ্চলের পাখিরা পরিযায়ী হয়ে যায় বিশ্বের উষ্ণতর দেশগুলিতে। তাই ঠান্ডায় গাছে গাছে বেরি মজে গেলেও সে রসের স্বাদ পায় না পাখিরা।

এবছর একটু আগে থেকেই বরফ পড়তে শুরু করেছে মিনেসোটায়। তাই ঠান্ডায় মজতে শুরু করেছে গাছে ঝুলে থাকা লাল লাল লোভনীয় বেরিগুলিও। এদিকে এখনও পরিযায়ী হতে শুরু করেনি পাখিরা। মজে যাওয়া বেরি পেটে পড়তেই তাই ঘোর লেগে যাচ্ছে নেশায়।

আর তাতেই অদ্ভুত সব আচরণে মেতে পাখিরা। কখনও বাড়ির কাচের জানলায়, কখনও গাড়ির কাচে আছড়ে পড়ছে তারা, গোল গোল পাক খাচ্ছে আকাশেই। পাখিদের সামলাতে বাসিন্দারা হিমশিম খেলেও এমন বিরল ঘটনা তারা উপভোগও করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *