গাজীপুর: কোনাবড়িতে এক গৃহকর্তৃকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাসা ভাড়া চাইতে আসা এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।
কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন জানান, পারিজাত এলাকায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত রিজিয়া বেগম (৬০) ওই এলাকার তোতা মিয়ার স্ত্রী।
রিজিয়ার মেয়ে নাজনীন সাংবাদিকদের বলেন, “বুধবার এক ব্যক্তি তাদের বাসা ভাড়া নিতে চেয়ে কথা বলে যান। বৃহস্পতিবার ওই ব্যক্তি বুকিং দিতে এসেছেন বলে মা আমাকে মোবাইল ফোনে জানান।
“পরে আমি বাসায় গিয়ে মাকে রক্তাক্ত দেখি। ঘাড়ে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।”
তবে কোনো মালপত্র খোয়া গেছে কিনা তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
ওসি এমদাদ বলেন, পূর্বশত্রুতার জেরে নাকি মালপত্র লুট করতে গিয়ে এ খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে ঢোকে। রিজিয়া বাধা দেওয়ায় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করে ওই ব্যক্তি পালিয়ে যায়।”