কোটা বাতিলের প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

Slider রাজশাহী

কোটা বাতিলের প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

বুধবার রাত ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন সংগঠনের সদস্যরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারিক হাসান জানান, মুক্তিযোদ্ধারা নিজেদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছেন। যার পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩০ শতাংশ কোটা দিয়েছেন। মুক্তিযোদ্ধা কোটা আমাদের অধিকার। এ কোটা বাতিল হলে মুক্তিযোদ্ধাদের অবদানকে অপমান করা হবে।

উল্লেখ্য, এর আগে বুধবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *