প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

Slider জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানের অভিজ্ঞতা তুলে ধরতে আজ সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন।

বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে। গত সোমবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণত কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা।

গত ২ সেপ্টেম্বর সবশেষ সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। আগামী ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা।
এর আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এ জন্য দেশের রাজনীতিতে কয়েকটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনীতির বিশ্লেষকরা। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এবারের সংবাদ সম্মেলনও বিশেষ গুরুত্ব বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *