সিলেটে অর্থমন্ত্রীর ‘শেষ হইয়াও হইল না শেষ’

Slider সিলেট

‘অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ’ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। তিনি আর নির্বাচন করবেন না, চলে যাবেন অবসরে।

তবে তার কর্মজীবনের গল্পটি অপূর্ণ থেকে যাচ্ছে কিছু কাজ শেষ করে যেতে না পারায়।
তিনি শুধু সিলেট-১ আসনের সংসদ সদস্য নন, সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ এক দশক। এই এক দশকে দেশের সামগ্রিক অর্থনৈতিক চেহারায় পরিবর্তন আসলেও, নিজের এলাকার উন্নয়নে তার সঙ্গী হচ্ছে আক্ষেপ আর হতাশা। সিলেটকে উন্নয়নের অলংকারে সাজাতে তার যে প্রচেষ্টা ছিল, তা পূর্ণতা পায়নি সংশ্লিষ্টদের অমনোযোগিতায়।

গত সোমবার (১ অক্টোবর) সিলেটের বিভিন্ন সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি জানতে পারেন, তার শুরু করা অনেক প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি কিংবা দ্রুত সমাপ্ত হবে। আগামী ছয় মাস কিংবা এক বছরের মধ্যেও যে শেষ হবে তার নিশ্চয়তা দিতে পারলেন না কেউ। এরকম জবাবের পাশাপাশি শুনলেন আরও অভিযোগ, যেগুলোর সঠিক জবাব কারো জানা নেই।

সরকারি কর্মকর্তাদের সাথে এটিই ছিল তার শেষ বৈঠক। শেষ বৈঠকে উন্নয়ন কাজের অগ্রগতির এরকম দূর্গতি শুনতে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *