‘দেশের সব ভূমি অফিস ২০২০ সালের মধ্যে ডিজিটাইজেশন হবে’

Slider জাতীয়

দেশের সব ভূমি অফিসের ডিজিটাইজেশন এবং অবকাঠামোর উন্নয়ন কাজ ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় নির্মাণাধীন ভূমি ভবন কমপ্লেক্স পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, কিছু এলাকায় ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনায় ই-সেবা চালু হয়েছে। এ প্রক্রিয়া বাস্তবায়িত হলে সংশ্লিষ্টরা জমি সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা পাবে।

আধুনিক প্রযুক্তিবান্ধব ১৫তলা বিশিষ্ট ভূমি ভবন কমপ্লেক্সটি ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে উল্লেখ করে শামসুর রহমান শরীফ বলেন, সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে নির্মাণ সামগ্রীর গুণগত মান বা গ্রেডিং মান যথাযথ কিনা তা যাচাই করে সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার প্রস্তুতি চলছে। ’

এসময় অন্যদের মধ্যে ভূমি সচিব আব্দুল জলিল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মতিন-উল-হক (অতিরিক্ত সচিব) ও ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী জামিলুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *