রাজধানীর গুলশান এলাকায় গারো সম্প্রদায়ের ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দিপলাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আসামি দিপলাস বিবাহিত ও দুই সন্তানের জনক। আসামির বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও ওই কিশোরীর খালা-খালুর বাসায় তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সাবলেট থাকেন। আর মেয়েটি খালার বাসায় থেকে খালাতো ভাই-বোনের দেখাশোনা করতো। বৃহস্পতিবার কিশোরীর খালা-খালু বাইরে থাকার সুযোগে দিপলাস তাদের ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে খালা এলে মেয়েটি তাকে এ কথা খুলে বললে তার খালা গুলশান থানায় মামলা করেন।