জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে বিএনপি

Slider রাজনীতি

ঢাকা: রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ডাকে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চার শীর্ষনেতা।

শনিবার বিকালে সমাবেশ শুরু হওয়ার পর সেখানে উপস্থিত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. মঈন আহমদ।

এ সমাবেশে সভাপতিত্ব করছেন সং‌বিধান প্রণেতা ড. কামাল হোসনে। সূচনা বক্তব্যে তিনি দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল গত সপ্তাহে যাত্রা করা ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দেবে বিএনপি।

জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার ঢাকার সমাবেশে বিএনপি প্রতিনিধির উপস্থিতি চেয়ে গত ১৯ সেপ্টেম্বর আমন্ত্রণ জানানো হয়। পরে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রতিনিধি দল চূড়ান্ত করা হয়।

মূলত সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ৫ দফা দাবি এবং ৯ দফা লক্ষ্য নিয়ে এ জাতীয় ঐক্য প্রক্রিয়া। যার আহ্বায়ক দেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. বদরুদ্দোজা চৌধুরী, প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *