ফার্স্ট লুকেই আলোচনায় ‘মায়া’

Slider বিনোদন ও মিডিয়া

সম্প্রতি সরকারি অনুদানপ্রাপ্ত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া’ নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ পথিক।

তবে প্রকাশের পর থেকেই পোস্টারটি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন নির্মাতা মাসুদ পথিক। নির্যাতিত এক বীরাঙ্গনার হাত বাঁধা নগ্নমূর্তি প্রকাশ করে তিনি ইতিবাচক ও নেতিবাচক দুই রকম প্রতিক্রিয়াই পাচ্ছেন। তবে পোস্টারে কার নগ্ন শরীর ব্যবহার করেছেন, তা স্বীকার করতে নারাজ নির্মাতা।

এ ব্যাপারে মাসুদ পথিক বলেন, আসলে পোস্টারটা একজন নির্যাতিত বীরাঙ্গনার টাইপো ইমেজ। পাকিস্তানি আর্মি টর্চার ক্যাম্পে এরকম বীভৎস নির্যাতন করতো, তারই একটি চিত্র পোস্টারটিতে উঠে এসেছে’। তিনি আরও বলেন, ‘এটাকে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখার অবকাশ নাই। এখানে সত্য আছে, কোনো অশ্লীলতা নেই। ’

সিনেমাটিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা), জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, দেবাশীষ কায়সার, হাসান ইমাম, ঝুনা চৌধুরী।

শুটিং শেষে চলচ্চিত্রটি এখন সম্পাদনার টেবিলে।

চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *