বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Slider বরিশাল

বরিশালে মাদক মামলায় গণেশ হালদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গনেশ হালদার বাকেরগঞ্জের চরগোমা এলাকার বাসিন্দা কালাচাঁন হালদারের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে লাহারহাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮’র একটি দল। এ সময় ইঞ্জিন চালিত একটি ট্রলার তল্লাশী চালিয়ে ৪১ কেজি গাঁজা, ১০৮ বোতল ফেন্সিডিল এবং ১০৫ লিটার তরল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় পরদিন ৩১ জুলাই বন্দর থানায় একটি মামলা দায়ের করেন র‌্যাবের ডিএডি শাহজাহান মিয়া। একই বছরের ১০ সেপ্টেম্বর একমাত্র গনেশ হালদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরে আদালতে ৯ জনের সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমাণিত হলে গাঁজা রাখার দায়ে যাবজ্জীবন এবং ফেন্সিডিল রাখার দায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *