ফেনী সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ফরহাদ নগর ইউনিয়ন চ্যাম্পিয়ন ও মোটবী ইউনিয়ন রানার্সআপ হয়েছে।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রধান অতিথি হিসেবে উভয় দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এছাড়া অন্যান্য অতিথিরাও অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন।