দিনাজপুরে ৩ স্কুলছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Slider শিক্ষা

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলাধুলা-এর ফাইনাল খেলা শেষে বাড়ি ফেরার পথে বখাটেদের হামলায় ৩ খেলোয়াড় আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া বাজারে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্র-ছাত্রী।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য একরামুল হক, উত্তর শালন্দার হাইস্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী আনিছা খাতুন ও খালেকুলজামান প্রমুখ।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর পার্বতীপুর পৌর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উত্তর শালন্দার হাইস্কুল এন্ড কলেজ ২-১ গোলে ঝাড়–য়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে সন্ধ্যা ৬টার দিকে ঝাড়–য়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বখাটেদের হামলায় ৩ খেলোয়াড় আহত হয়।

আহতরা হলেন, উত্তর শালন্দার হাইস্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র মেহেরাব মাহমুদ (১৫), একই কলেজের ৯ম শ্রেণির ছাত্র রাকিব হোসেন (১৬) ও একই শ্রেণির ছাত্র শুভ আহম্মেদ (১৬)। এদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মেহেরাব মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী পার্বতীপুরে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলাধুলা-২০১৮ শুরু হয় পৌর স্টেডিয়াম মাঠে। ৮ স্কুল ও মাদ্রাসা এ খেলায় অংশ নেয়।

গত মঙ্গলবার পার্বতীপুর পৌর স্টেডিয়াম মাঠে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *