গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে জুনায়েদ (২৫) নামে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১ টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জুনায়েদের বাবার নাম জসিম উদ্দিন।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, গতকাল শনিবার রাত ১০টার দিকে জুনায়েদ পোশাক পরিহিত অবস্থায় তাঁর কর্মস্থল টঙ্গীর মরকুনে শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে দায়িত্ব পালন করতে যান। রাত ১১টার দিকে তিনি গুদামের শৌচাগারে যান। এ সময় সেখানে একটি গুলির শব্দ শুনতে পান তাঁর সহকর্মীরা। পরে সহকর্মীরা সেখানে ছুটে গিয়ে জুনায়েদের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন।
এসআই আশরাফুল বলেন, জুনায়েদ নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।