‘দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই’

Slider বিচিত্র

দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কোনো আইনেই দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই।

সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সরকারি চাকরি আইন-২০১৮ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, ‘কেউ বলে দুদক নখদন্তহীন বাঘ, ওই জামানা আর ফিরে আসবে না। জনগণের তীব্র আকাঙ্ক্ষার কারণেই ঘুষখোর বা দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, সরকারি চাকরি আইন-২০১৮ ‘যেভাবেই পাস হোক না কেন, যেসব অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন, তাদের কিন্তু উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। ’

দুদক চেয়ারম্যান বলেন, দুদক একটি স্বাধীন সংস্থা, দুদকের আইন আছে। এই স্বাধীন কমিশন যতদিন আছে, ততদিন দুর্নীতি করে পার পাওয়া এত সহজ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *