বরিশালের কোরবানিকে কেন্দ্র করে নিহত ১, আহত ৫

Slider গ্রাম বাংলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার পশ্চিম রতনপুর গ্রামে পশু কোরবানিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অলি ঘরামি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এই হামলার সময় আরও ৫ জন আহত হয়েছে।

এ ঘটনায় দুই জনকে আটক করেছে কাজীরহাট থানা পুলিশ। নিহত অলি ঘরামি পশ্চিম রতনপুর গ্রামের মৃত মজিদ ঘরামির ছেলে।
আটক দুই জন হলো পশ্চিম রতনপুর গ্রামের শাহ আলম ও তার ভাইয়ের স্ত্রী শারমিন বেগম।

কাজীরহাট থানার ওসি হারুন-আর রশিদ জানান, ঈদের নামাজ শেষে শাহ আলমসহ তার স্বজনরা বাড়ির পাশের খালের ঘাটে পশু কোরবানি করতে যান। এ সময় ওই খালে অলি ঘরামির স্ত্রীসহ কয়েকজন গোসল করছিলেন। খবর পেয়ে অলি ঘরামি খালের ঘাটে পশু কোরবানী না দিয়ে শাহ আলমকে অন্যত্র জবাই করতে বলেন। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে অলি ঘরামিসহ ৬ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলি ঘরামিকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *