চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আসন্ন কোরবানির ঈদের বর্জ্য বিকাল ৪টার মধ্যে অপসারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঈদের দিন বিকাল ৪টার মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের প্রয়োজনীয় পরিকল্পনাও গ্রহণ করেছে।
আজ রবিবার দুপুরে চসিকের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আছে, চসিকের ৪১ ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ, বর্জ্য অপসারণল কাজের জন্য ৫ হাজার শ্রমিক নিয়োগ, ৩৫০টি গাড়ি এবং পশু জবাইকৃত স্থানে ব্লিচিং পাওডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সরু রাস্তা ও গলি থেকে বর্জ্য অপসারণের জন্য টমটম, হুইল ভেরু ও বর্জ্য অপসারণ কাজ তদারকিতে নিয়োজিত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজারদের জন্য সিএনজিচালিত অটোরিক্সার ব্যবস্থা রাখা হয়েছে।