চাঁপাইনবাবগঞ্জে প্রচন্ড গরমে ৫ জনের মৃত্যু

Slider গ্রাম বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ঘনঘন বিদ্যুৎ-বিভ্রাট প্রচন্ড গরমে জনজীবন অসহনীয় হয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় প্রচন্ড গরমে জেলার শিবগঞ্জ উপজেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃতরা হল, শিবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মর্দানা মহল্লার খুদু মন্ডলের ছেলে মাছ ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪০), ছত্রাজিতপুর ইউনিয়নের যুক্তরাধাকান্তপুর গ্রামের জামাল উদ্দিন (৫২), পাঁকা ইউনিয়নের চরলক্ষিপুর গ্রামের আফসার আলীর ছেলে আবদুল মালেক (৪০), মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী বাজারের শামশুল হক (৭০) ও উজিরপুর ইউনিয়নের নামোটোলা গ্রামের লোকমান খলিফার ছেলে ইফসুফ আলী (৪০)।
জানা গেছে, গত শনিবার মোবারকপুর ইউনিয়নে অগ্রণী ব্যাংক শাখায় বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য ওই ইউনিয়নের বয়স্করা ব্যাংকের নিচে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে রোদের তাপ বৃদ্ধি ও অসহনীয় গরমের ফলে ত্রিমোহনীর বাজারের শামশুল হক পাশেই পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। মোবারকপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে উজিরপুর ইউনিয়নের নামোটোলা গ্রামের ইফসুফ আলী শনিবার বিকেলে তর্তিপুর গবাদি পশুর হাট থেকে কোরবানির গরু কিনে বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই প্রচন্ড গরমে মারা যান।
তার পারিবারিক সূত্রে জানাযায়, প্রচন্ড রোদ ও গরমের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
অপরদিকে পৌর এলাকার মর্দানা মহল্লার শরিফুল ইসলাম শনিবার সকালে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে প্রচন্ড গরমের কারণে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে যুক্তরাধাকান্তপুর গ্রামের জামাল উদ্দিন আজ রবিবার সকাল সোয়া ৮টার দিকে গরম সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া পাঁকা ইউনিয়নের আবদুল মালেক গত শনিবার দিবাগত রাতে প্রচন্ড গরমে মারা যান বলে পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান নিশ্চিত করেছেন।

গত কয়েকদিন ধরে দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকছে।
বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ করে বলেন, যখন প্রচন্ড গরম ঠিক সেই সময় বিদ্যুৎ বিভ্রাট ও বিদ্যুৎ বিভাগের ঘন ঘন লোড শেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে করে স্কুলের ছোট ছোট শিশুসহ বয়স্করাও হাঁপিয়ে উঠছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *