কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক কেরুনতলীতে সন্ত্রাসীদের গুলিতে আহত পথচারী মো. সেলিমের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকাল ৫টার দিকে কেরুনতলী বাজার এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। তিনি বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকা বাসিন্দা। এ ঘটনায় কালামিয়া (১২) নামে শিশুও গুলিবিদ্ধ হয়। সে কেরুনতলী নয়াপড়া এলাকার কামাল পাশার ছেলে। তার অবস্থাও গুরুতর।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার করতে গিয়ে কেরুনতলী এলাকার ফেরদৌসের বাহিনীর এহছান উল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের প্রতিপক্ষের লোকজনকে পাকড়াও পাকড়াও করতে গুলি ছুড়ে। এতে পথে থাকা কেরুনতলী নয়াপড়া এলাকার কামাল পাশার ছেলে কালামিয়া (১২) ও বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকার মো. সেলিম গুলিবিদ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. সেলিম মারা যান। সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।