সম্প্রতি বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের পুত্র সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ সামাজিক যোগাযোগ মাদ্যম ফেসবুকে এরকম স্ট্যাটাস দেন।তিনি ওই ফেসবুক স্ট্যাটাসের শিরোনাম দেন লাইফ লেসন।
যদি কোন ব্যক্তি আন্তরিক ভাবে সবার ভালোর জন্য অপ্রিয় সত্য কথা বলে তাহলে তাকে সবাই মিলে বুঝে না বুঝে তাদের পানচিং ব্যাগ বানিয়ে ফেলে।
Where ignorance is bliss, ‘tis folly to be wise.
বোকার রাজ্যে ভাল কিছু বলার চেষ্টা করা হচ্ছে সবচে বড়ো বোকামি।
সবার কাছে মাফ চেয়ে সবার জন্য শুভ কামনা ও শুভেচ্ছা