চলতি মাসে আবারো বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ও ৩১ আগস্ট নেপালের কাঠমান্ডুতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনন্দবাজার।
খবরে বলা হয়, বিমস্টেক সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির। ৩০ ও ৩১ আগস্ট এই সম্মেলন হবে। সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন দুই নেতা।
সম্প্রতি আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ বাঙালি। এদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করতে মরিয়া ক্ষমতাসীন বিজেপি সরকার। হাসিনা-মোদি বৈঠকে এটি আলোচনার প্রধান বিষয় থাকবে বলে মনে করা হচ্ছে। এই ইস্যুতে বাংলাদেশে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এমনটিই হাসিনাকে আশ্বস্ত করতে পারেন মোদি।
বাংলাদেশের ভোটের আগে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। দিল্লির তরফ থেকে এমন কিছু করা হবে না, যাতে বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায়।
অন্যদিকে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ নিয়েও মোদি-হাসিনার বৈঠকে ইতিবাচক আলোচনা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।