মানব সম্পদের উন্নতি হলে দেশ এগিয়ে যাবে: চুমকি এমপি

Slider ঢাকা

মো. সাজ্জাত হোসেন,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, মানব সম্পদের উন্নতি হলে দেশ এগিয়ে যাবে। নারী-পুরুষ উভয় মানব সম্পদ। সঠিক জন্ম নিবদ্ধন না করলে দেশকে উন্নত করা যাবে না। সভ্য দেশ হতে হবে। উন্নত দেশ হতে হলে জন্ম-মৃত্যুর নিবন্ধন সঠিকভাবে করতে হবে। বাল্যবিবাহ বন্ধ ও দেশকে উন্নত করতে চাইলে সঠিক জন্ম নিবদ্ধন বাধ্যতামূলক। ১৮ বছরের নিচে কোনো বিয়ে নয় উপস্থিত শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীর সাথে হাত তুলে তারা প্রতিজ্ঞা করে বাল্য বিয়ের পিঁড়িতে বসবে না। জন্ম-মৃত্যু নিবন্ধনে কালীগঞ্জ উপজেলা মডেল উপজেলার উপাধি পেয়েছে। নারীদের আত্মনির্ভরশীল কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কারিগরী শিক্ষার ব্যবস্থা করেছে সরকার। কিছুদিনের মধ্যে কালীগঞ্জে ৬ তলা বিশিষ্ট নারীদের আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম চালু হবে। যেই সব নারী প্রশিক্ষণ নিতে আসবে তাদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা সরকার প্রদান করে আসছে। গতকাল রোববার সকালে কালীগঞ্জ উপজেলা শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে ৪৫ দিনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সিআরভিএস প্রকল্পের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্বে করেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রধান আলোচক হিসেবে ছিলেন অতিরিক্ত সচিব মন্ত্রিপরিষদ বিভাগ ও সিআরভিএস প্রকল্প পরিচালক একে মহিউদ্দিন আহমেদ। গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(উপ-সচিব) জামিল আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিষ্ট্রার জেনারেল জ্যোতির্ময় বর্মন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *